রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৯৩ জন আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১৫ দশমিক ২৯ শতাংশ।
আজ সোমবার (৪ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬০৮টি নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৮২ জন মহানগর এলাকার এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৮১২ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬৩২ জন। তবে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৪৪ জন।
এদিকে নতুন একজনের মৃত্যুসহ মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৫ জন। এর মধ্যে ৭৩৫ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।