1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

খুনের আগমূহের্ত স্টেজে শিনজো আবের পেছনেই ছিলেন খুনি

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৯৫ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক :: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীর কিছু ছবি সামনে এসেছে। একটি ছবিতে দেখা যায় শিনজো আবেকে গুলি করার ঠিক আগ মুহূর্তে তার পেছনে দাঁড়িয়েছিল হত্যাকারী তাৎসুইয়া ইয়ামাগামি।

ভিডিও থেকে নেওয়া ছবিতে আরও দেখা যায় শিনজো আবে যখন বক্তব্য দেওয়ার জন্য স্টেজে ওঠছিলেন তখন পেছনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল তাৎসুইয়া ইয়ামাগামি।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী নিহত হওয়ার পর হত্যাকারীর বাড়িতে অভিযান চালায় জাপানের পুলিশ। তার বাড়ি থেকে বিস্ফোরক পাওয়ার কথা জানিয়েছে তারা।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, শিনজো আবেকে যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে সেটি হাতে বানানো হয়েছে। এমনকি অস্ত্রটি তৈরি করা পুরোপুরি শেষও হয়নি।

শিনজো আবে শুক্রবার জাপানের নারা নামক একটি স্থানে রাজনৈতিক সমাবেশে অংশ নিতে যান। তাকে নিরাপত্তা দিতে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু তা সত্ত্বেও হত্যাকারী তার কাছে চলে যেতে সমর্থ হয় এবং খুব কাছ থেকে গুলি করে।

শিনজো আবের ঘাড়ে দুটি গুলি করা হয়।তাকে বাঁচানোর চেষ্টা করা একজন চিকিৎসক জানিয়েছেন, গুলিবৃদ্ধ হওয়ার পর হার্ট অ্যাটাক করেন সাবেক প্রধানমন্ত্রী।

তাছাড়া তার শরীর থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল। ২০ জন ডাক্তারের একটি দল তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু রক্তপাত বন্ধ না হওয়ায় তার মৃত্যু হয়।

গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শিনজো আবের হত্যাকারী পুলিশকে জানিয়েছে, সে শিনজোর ওপর ক্ষুদ্ধ ছিল এবং তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..