বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের নতুন আঙ্গিকে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং রেটিনা ইউনিট চালু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের ৩য় তলায় ফিতা কেটে অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও রেটিনা ইউনিটের ফলক উম্মোচন করেন জেলা প্রশাসক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি মীর নাহিদ আহসান। পরে জেলা প্রশাসক অপারেশন থিয়েটার ও রেটিনা ইউনিটের বিভিন্ন দিক ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালে পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ জয়নাল হোসেন, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব, এস এম উমেদ আলী, হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডাঃ শাহ আমিনুল ইসলাম, বিটিভির মৌলভীবাজার প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামালসহ অন্যন্যরা। এছাড়া হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকে স্মারক সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন বিএনএসবি চক্ষু হাসপালের সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চন্নু।
সাধারণ সম্পাদক জানান, অপারেশন থিয়েটার এবং রেটিনা ইউনিটের আধুনিকায়নের ফলে রোগীদের আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। অপারেশন থিয়েটার কক্ষে এমনভাবে কাজ হয়েছে কোনো ভাইরাস বা জীবানু আক্রমণ করতে পারবে না।