1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

১৬ নাটক নিয়ে হিমির অন্যরকম ঈদ

  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২০৮ বার পঠিত

বিনোদন ডেস্ক :: ছোট পর্দার প্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। ছোটবেলা থেকে নাচ, গান, আবৃত্তির মধ্যেই বিচরণ করেছেন তিনি। মডেলিংয়ের পর নাম লেখান অভিনয়ে। মেধা আর সাবলীল অভিনয় দিয়ে খুব অল্প সময়েই নিজের শক্ত একটা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।

শুধু নাটকেই নয়, মডেলিংয়েও আলাদা একটা চাহিদা রয়েছে তার। দর্শকের পাশাপাশি নির্মাতাদের কাছেও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন এ মডেল-অভিনেত্রী। হিমি প্রতিনিয়ত দর্শকের সামনে হাজির হচ্ছেন নিত্য নতুন চরিত্র নিয়ে।

আর্থিক বিষয়ের চেয়ে কাজটাকে বেশি প্রাধান্য দেন তিনি। হিমি অভিনয়ে এগিয়ে যাচ্ছেন আপন গতিতে। গত ঈদুল ফিতরে তার ১৬টি নাটক প্রচার হয়। অধিকাংশ নাটকই প্রশংসা কুড়ায়। তারই ধারাবাহিকতায় এবারের ঈদেও এই অভিনেত্রীর ১৬টি নাটক প্রচার হবে বিভিন্ন টেলিভিশন ও ইউটিউবে।

নাটকগুলো হচ্ছে- মাইদুল রাকিব পরিচালিত ‘ঝগড়াটে বউ’, ‘গ্যাংস্টারের বিয়ে’ ও ‘নানা বাড়ি বরিশাল’, মুসাফির রনির ‘অস্থির দম্পতি’, নাজমুল রনির ‘দাদী করবে শাদী’, জিয়াউদ্দিন আলমের ‘আমি প্রেমিক হতে চাই’ ও ‘সেকেন্ড ম্যারেজ’, মেহেদী হাসান হৃদয়ের ‘দাওয়াত’, মেহেদী হাসান জনির ‘হাউ কাউ’, সোহেল হাসানের ‘বিয়ে আমি করবো না’, মহিন খানের ‘জমিদারের নাতি’ ও ‘উত্তেজিত গার্লফ্রেন্ড’, এস আর মজুমদারের ‘প্রবলেমে আছি ভাই’, হারুন রুশোর ‘প্রেম হইতে সাবধান’ প্রমুখ।

এই গ্ল্যামারকন্যা ঈদের কাজ প্রসঙ্গে নিউজজিকে বলেন, ‘প্রতিটি কাজের গল্প ও চরিত্রে ভিন্নতা আছে। আমি বরাবরই কাজের চেয়ে মানে নজর রাখি। অল্প কাজ করব তবে ভালো কিছু কাজে নিজেকে জড়াতে চাই। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি, ঈদের ব্যতিক্রম এই নাটকগুলো সবার ভালো লাগবে।’

সম্প্রতি হিমি অভিনীত ‘মোবারক ’ নাটকটি দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের বাংলা নাটক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। হিমি-নিলয় জুটির নাটকটি অবমুক্তর পর বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে নাটকটি এক মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়ে গেছে। এখনো ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ তালিকায় রয়েছে নাটকটি। আসাজ যূবায়ের কাহিনি ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..