সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সোমবার (১১ জুলাই) দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া এলাকার সবুর ও পান্নু মণ্ডল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- সবুর গ্রুপের আলমগীর মোল্লা, জাহাঙ্গীর হোসেন, জিল্লু শিকদার, সবুর শিকদার, রাশেদুল ইসলাম এবং পান্নু মণ্ডল গ্রুপের রিপন, ফরিদুল ইসলাম, পান্নু মণ্ডল, হারুন মণ্ডল, ফজলু, হেলাল, মুকুল, টুটুল, আতিয়ার, মতিন ও জাহিদ।
আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুর দুইটার দিকে নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া এলাকায় জমির বিরোধে সবুর ও পান্নু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের ১৬ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের ১৫ জনের অধিক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।