শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: চট্রগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহত হওয়া মৌলভীবাজারের কুলাউড়ার অলিউর রহমানের বাড়িতে ছাগল ও সেলাই মেশিন উপহার দিয়েছেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান।
সোমবার (১১ জুলাই) দুপুরে তিনি অলিউরের কর্মধাস্থ বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এ উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছদ্দর আলী, মাওলানা রমজান আলী প্রমুখ।
সাদরুলের দেওয়া এই উপহারে হাসি ফুটেছে অলিউরের পরিবারের মুখে।
আওয়ামী লীগ নেতা সাদরুল জনান, সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে কন্টেইনার ডিপোতে কর্মরত শ্রমিক অলিউর মারা যাওয়ায় তার পরিবারে আর্থিক শূন্যতা দেখা দেয়।
তাই অলিউরের পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে মূলত এই উপহার দেওয়া।
তিনি আরও জানান, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সবসময় নির্যাতিত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এর আগে তিনি নিহতের কবর জিয়ারত করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।