সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার :: গোটা বিশ্ব করোনা মহামারিতে বিপর্যস্ত আর তার প্রভাব সবচেয়ে বেশি ভোগ করতে হচ্ছে অসহায় নিম্নবিত্ত মানুষদের। সেই দুঃসময়ে করোনায় অসহায়দের পাশে দাঁড়িয়েছে “গ্রীন ভলেন্টিয়ার্স” নামে সেচ্ছাসেবী সংগঠন।
পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজার গ্রীন হিল ইন্টারন্যাশনাল স্কুলের সেচ্ছাসেবী সংগঠন *গ্রীন ভলেন্টিয়ার্স” এর সভাপতি সায়মা রহমান রিমা ও হুমায়রা তাবাসসুম এবং সাধারন সম্পাদক ইফতেকার আলম রাফিনের উদ্যোগে গত রবিবার ১০০ জন পথচারীদের মাঝে ইফতার এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১০০ জন অসুস্থ অসহায় রোগীদের সেহরির খাবার বিতরণ করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন সাংগঠানিক সম্পাদক সাফওয়ান আহমেদ, তথ্য বিষয়ক সম্পাদক সাব্বির ইসলাম ও সংগঠনের সদস্য -তাশফি আহমেদ ,আতাউল গনি নাজিব,তুহিন আহমেদ, শাকিল আহমেদ,শাহান আহমেদ , কামরান হুসেইন, মামুন আহমেদ প্রমুখ ।