1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ০৯:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
জাতীয় : গবেষণায় সময় দিতে চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান , স্বাস্থ্য: সংক্রমণ মোকাবিলায় আমাদের দায়িত্বশীল হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজের গোপন কথা ফাঁস করলেন আনুশকা

  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ৬৬ বার পঠিত

বিনোদন ডেস্ক :: আনুশকা শর্মা। পরিশ্রম, অভিনয় ও কাজের বদৌলতে বলিউডে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন তিনি ।

‘রব নে বানা দে জোড়ি’র মাধ্যমে বলিউডের পর্দায় অভিষেক হয়েছিল তার। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন শাহরুখ খান। এই সিনেমার মাধ্যমে প্রচারের আলোয় চলে আসেন তিনি। ইন্ডাস্ট্রিতে প্রথম সিনেমাতেই গতি পেয়েছিল তার ক্যারিয়ার।

তবে সম্প্রতি এই ছবি করার সময়কার একটি গোপন কথা ফাঁস করলেন খোদ এই নায়িকা। এই সিনেমার মুক্তির আগে একজন তাকে বলেছিলেন, তুমি কিন্তু খুব বেশি সুন্দর নও। ওই ব্যক্তি হলেন প্রযোজক আদিত্য চোপড়া।

তিনি ছিলেন আনুশকার এই প্রথম সিনেমার নির্দেশকও। এই সিনেমার চুক্তিতে সই করে খুবই উচ্ছ্বসিত ছিলেন আনুশকা। এরপর আদিত্য চোপড়ার সঙ্গে দেখা করতে তার অফিসে গিয়েছিলেন।

তখনই আদিত্য তাকে বলেছিলেন যে, তিনি খুব একটা সুন্দর না। তাই প্রচুর পরিশ্রম করতে হবে। এই ঘটনার কথা বেশ কয়েক বছর পর জানালেন আনুশকা। পরিশ্রম করতে এ নায়িকা কখনো পিছপা হননি। কিন্তু ভাগ্যও তার পাশে ছিল।

কথায়, আছে, ভাগ্য সাহসীদের সঙ্গে থাকে। শাহরুখের সঙ্গে ‘রব নে বনা দে জোড়ি’র পর তাকে ‘ব্যান্ড বাজা বারাত’-এ দেখা গিয়েছিল। আর এই সিনেমায় অন্যতম সেরা চরিত্রে অভিনয় করেন তিনি।

ক্যারিয়ারে এখন পর্যন্ত আনুশকা শর্মা ‘এনএইচ ১০’, ‘ফিলৌরি’, ‘পিকে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ -এর মতো সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন। শেষবার তাকে ২০১৮-তে শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ সিনেমায় দেখা গিয়েছিল। এরপর তিনি প্রযোজক হিসেবে ‘পাতাললোক’-এর মতো ওয়েব সিরিজের জন্য প্রশংসিত হয়েছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..