রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকায় বসত ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে বায়েজিদ চৌধুরী (২২) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সে কালেঙ্গা এলাকার খায়রুল ইসলাম চৌধুরীর ছেলে। সোমবার (১৭ জুলাই) ভোরে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, সোমবার ভোরের কোন এক সময় বায়েজিদ তার নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সাথে গামছার সাথে টাওয়াল যুক্ত করে বেঁধে গলায় ফাঁস দেয়। পরে মা ও স্থানীয়রা রুমের দরজার সামনে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখা যায় তার ঝুলন্ত লাশ,পরে স্থানীরা থানাতে খবর দিলে, কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে কলেজে পড়াশোনা করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। তবে ঠিক কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।