সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদ কেনাকাটায় শপিংমল ও দোকানপাট বেলা ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা এসেছে সরকার থেকে।
চলমান লকডাউনের সময়সীমা ১৬ পর্যন্ত বাড়িয়ে বুধবার জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, দোকানপাট ও শপিংমলগুলো পূর্বের মত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। সকল দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে। অন্যথায় দোকানপাট ও শপিংমল তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হবে।