1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

রাজনগরে করোনা মোকাবেলায় সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা

  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৬২ বার পঠিত

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কমিউনিটি লিডারদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা ‘এডাব’ এর সহযোগিতায় কোভিড-১৯ প্রতিরোধঃ ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকাবার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় এই মতবিনিময় সভা
বাস্তবায়ন করে আব্দা বহুমুখী যুব সংঘ (আবযুস)।
রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আফজালুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
মোহাম্মদ ইউনুছ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, এসএফডিএফ এর রাজনগর উপ-আঞ্চলিক ব্যবস্থাপক মো. অছিকুল ইসলাম, আব্দা বহুমুখীযুবসংঘেরসভাপতি মো. সাজ্জাদুর রহমান প্রমুখ।এসময় কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির পাশাপাশি টিকা গ্রহণে
সাধারণ মানুষকে উৎসাহিত করতে কমিউনিটি নেতৃবৃন্দকে আহবান জানান বক্তারা। করোনা মোকাবেলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টার ফলে উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে প্রাণহানী কম হয়েছে। করোনার পরবর্তী ঢেউ মোকাবেলায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রস্তুতি নিয়ে রাখলে এই সফলতা অব্যাহত থাকবে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..