সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
সৈয়দ ছায়েদ আহমেদ :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈদ পূনর্মিলনী উদযাপন উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। জাতীয় দলের সাবেক ফুটবলার ফুটবল একাডেমী শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা পরিচালক মো: ইকরামুর রহমান রানা এর আমন্ত্রনে এ প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন সাবেক কৃতি ফুটবলার পিযুস দত্ত।
খেলায় ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ও পতনউষার ফুটবল একাডেমী কমলগঞ্জ মেধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠি হয়। খেলায় দুটি দলের মধ্যে ১-১ গোলে অমিমাংসিত ভাবে শেষ হয়েছে। শ্রীমঙ্গলে পক্ষে গোল করেন জামাল ও পতনউষার পক্ষে মো: সালাউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন
ফুটবলার ফুটবল একাডেমী শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা পরিচালক মো: ইকরামুর রহমান রানা,সাবেক ফুটবলার মোসলেহ উদ্দীন রমজান, আকবর হোসেন শাহীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, ক্রীড়া সংগঠক কামরুল হাসান দোলন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমেদ ও সাবেক খেলোয়াড় শেখ সাখাওয়াত আলী শামীম প্রমুখ।