1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ৩ জন নিহত

  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২০৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। পরে বন্দুকধারীও আত্মহত্যা করেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, দেশটির রাজধানী ওয়াশিংটনেও আলাদা বন্দুক হামলার ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

স্থানীয় সময় শুক্রবার (২২ জুলাই) দেশটির আইওয়া অঙ্গরাজ্যে একই পরিবারের তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, অঙ্গরাজ্যটির একটি পার্ক থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুও রয়েছে। একই পার্কে গুলিবিদ্ধ আরও একজনের মরদেহ পাোয়া গেছে। পুলিশের ধারণা, তিনজনকে হত্যার পর আত্মহত্যা করেছে বন্দুকধারী। তবে, এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, একই দিন ওয়াশিংটনেও বন্দুক হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, একটি জনসমাগমস্থলে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে একাধিক হামলাকারী জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। এরই মধ্যে তাদের ধরতে অভিযান শুরু হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..