বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: সিলেট বিভাগের একমাত্র আইভিএফ প্রতিষ্ঠান দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারে আগামী ৩ মাসের মধ্যে প্রথম টেস্টটিউব বেবির জন্ম হবে। আজ বিশ্ব আইভিএফ দিবসে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শ্রীমঙ্গলের দীপশিখা সেন্টার কর্তৃপক্ষ।
আজ শ্রীমঙ্গলে ‘বিশ্ব আইভিএফ দিবস’ ও দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় শ্রীমঙ্গলের কলেজ রোডের এসটি টাওয়ারে জাঁকজমকপূর্ণ পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র্যালি এসটি টাওয়ার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারো এসটি টাওয়ারে এসে শেষ হয়। পরে এসটি টাওয়ারের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা বিএমএ’র সভাপতি ডা. হরিপদ রায়।
প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. মাখলুকা মুর্শেদ, মুক্তি মেডিকেয়ার সেন্টারের পরিচালক ডা. সাধন চন্দ্র ঘোষ, ডা. সত্যকাম চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীপশিখা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক দীপশিখা ধর।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর হাসপাতালের সাবেক কনসালট্যান্ট (গাইনি) ডা. সুধাকর কৈরী। ডা. দীপাঞ্জলি পাল এর সঞ্চালনায় আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) অর্থাৎ টেস্ট টিউব বেবি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশদ আলোচনা করেন দীপশিখা সেন্টারের চীফ কনসালট্যান্ট ডা. নিবাস চন্দ্র পাল, এফসিপিএস (অবস অ্যান্ড গাইনি)। পরে দীপশিখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন সকল অতিথিবৃন্দ।
আইভিএফ দিবসে আলোচনা সভায় জানানো হয়, সিলেট বিভাগের একমাত্র এই প্রতিষ্ঠানে আগামী ২/৩ মাসের মধ্যে প্রথম টেস্টটিউব বেবির জন্ম হবে বলে আশা প্রকাশ করেন।