শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমাদের চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি রয়েছে। কিন্তু বিশ্বব্যাপী জ্বালানি সংকটের এই সময়ে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে হলে তিনগুণ ভর্তুকি দিতে হবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তের কারণে আমরা ফুল ক্যাপাসিটিতে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছি না। তাই আমাদের লোডশেডিং করতে হচ্ছে। এই সংকটকালীণ আপনারা কিছু কিছু লোডশেডিং মেনে নিবেন বলে আশা করি।
বৃহস্পতিবার (২৮ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অলিলা অপালওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সুধি সমাবাশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুকন্যা যতদিন এইদেশের হাল ধরে থাকবেন, ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে। ২০৪০ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে বলে আমি মনে করি। এই দেশের মানুষ দারিদ্র্য মোকাবিলা করে দেশকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে দেশের ৬৫% মানুষ কর্মক্ষম। এই কর্মক্ষম মানুষগুলো উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আকষ্মিকভাবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারনে বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতি ক্রাইসেসে পড়ছে। দেশে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। তবে বাংলাদেশের অর্থনীতি এখনো মজবুত রয়েছে। মন্ত্রী বলেন, আমাদের চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি রয়েছে। কিন্তু বিশ্বব্যাপী জ্বালানি সংকটের এই সময়ে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে হলে তিনগুণ ভর্তুকি দিতে হবে। এতে অর্থনীতিতে চাপ পড়বে।
তিনি আরও বলেন, অলিলা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এখন ৪ হাজার কর্মী কাজ করছেন। নতুন এই কারখানা চালু হলে অন্তত ১২শ’ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদের সভাপতিত্বে এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার- হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।