বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একইসঙ্গে সংক্রমণ ছড়িয়েছে তার পরিবারে। মঙ্গলবার (৪ মে) সকালে জানা যায়, দীপিকার বাবা ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন করোনা আক্রান্ত। তাকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েক ঘণ্টার মধ্যেই দীপিকার ছোট বোন ও মায়ের করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে বেঙ্গালুরুর বাড়িতেই রয়েছেন মা-মেয়ে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ১০ দিন আগে প্রকাশ পাড়ুকোন, তার স্ত্রী ও ছোট মেয়ের কোভিডের উপসর্গ দেখা যায়। এরপর পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। প্রকাশের জ্বর কিছুতেই না কমায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। দীপিকা বর্তমানে পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে অবস্থান করছেন।
তবে দীপিকার বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল জানিয়েছেন চিকিৎসক। এদিকে গত মাসেই স্বামী রণবীর সিংকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দীপিকা। তবে রণবীরের করোনা রিপোর্ট নিয়ে কোনো তথ্য জানা যায়নি।