সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সারাদেশে বিদ্যুতের অব্যাহত লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্হাপনার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
রোববার দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের পশ্চিম বাজার থেকে শুরু হয়ে সিকন্দর আলী রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষােভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি হেলু মিয়া,জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শামিম আহমদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মোক্তাদীর রাজু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামিম জাফর , সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান , সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমীর মোহাম্মদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিবলু আহমদসহ আরো অনেকে।