শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
রাজনগর প্রতিনিধি :: রবিবার (৩১ জুলাই ২০২২) বেলা ৩.০০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার রাজনগর থানা পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ।
পুলিশ সুপার রাজনগর থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়।
পরে রাজনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রাজনগর থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার গার্ড অব অনার প্রদান করে।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার রাজনগর থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি ফোর্সের বাসস্থান ও খাবারের মান , অস্ত্রাগার, থানা মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
রাজনগর থানা পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন রাজনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রতন দেবনাথ ও থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।