সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামে পিএসজি। তবে লিওনেল মেসি ও নেইমারে নৈপুণ্যতায় এমবাপ্পের অভাব অনুভব করেনি পিএসজি। এছাড়া এদিন দুর্দান্ত ছিলেন সের্হিও রামোসও। তিন জনের দারুণ পারফরম্যান্সে নতুন মৌসুমে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই শিরোপা জয়ের আনন্দে ভাসল পিএসজি।
রোববার (৩১ জুলাই) ইসরায়েলের তেল আবিবে ব্লুমফিল্ড স্টেডিয়ামে ফরাসি সুপারে কাপে ৪-০ গোলে জিতেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ক্লাবটির নয়া কোচ ক্রিস্তফ গালতিয়ের শুরুটা এর চেয়ে বুঝি ভালো হতে পারত না। তার কোচিংয়ে এটাই দলটির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।
প্রতি মৌসুমের শুরুতে আগেরবারের লিগ ওয়ান ও ফরাসি কাপ বিজয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই।ফরাসি সুপার কাপে পিএসজির এটি রেকর্ড ১১তম শিরোপা।
এমবাপ্পে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে মাঠে নামতে পারেননি। এমবাপ্পে না থাকলেও ম্যাচের ২২ মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন মেসি। বিরতির ঠিক আগে অসাধারণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে রামোস ব্যবধান আরও বাড়ানোর পর ৮২ মিনিটের মাথায় পেনাল্টি নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। সে সঙ্গে দলের এক হালি গোল পূর্ণ পয়। শেষ পর্যন্ত ৪-০ গোলে জিতে পিএসজি।