বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের মেঘালয়ের পার্বত্য জেলা পশ্চিম খাসি এলাকায় প্রায় ১০ কোটি বছর আগে পৃথিবীতে থাকা সওরোপড ডাইনোসরের হাড়ের সন্ধান পেয়েছেন গবেষকরা। ভারতের জীবাশ্মবিজ্ঞান বিভাগের গবেষকদের এক মাঠ জরিপের সময় এসব হাড়ের সন্ধান পাওয়া গেছে। খবর এনডিটিভির।
প্রায় ১০ কোটি বছর আগে পৃথিবীতে বাস করত সওরোপোড ডাইনোসর। এদের গলা এবং লেজ বেশ লম্বা। দেহের তুলনায় মাথা বেশ ছোট। আর চারটি লম্বা পা ছিলো। দুনিয়ায় বসবাস করা সর্ববৃহৎ প্রাণীগুলোর একটি এই প্রজাতির ডাইনোসর।
মেঘালয়ের পশ্চিম খাসি পার্বত্য অঞ্চলে খননকাজে যেসব জীবাশ্ম উদ্ধার হয়েছে সেগুলো ক্রিটাসিয়াস যুগের। হাড়ের টুকরোগুলো খুব সাবধানে সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গবেষকরা জানিয়েছেন, পঁচিশটির বেশি ভাঙা বিচ্ছিন্ন হাড়ের নমুনা পুনরুদ্ধার করা হয়েছে। এদের আকার, আকৃতি বিভিন্ন হলেও কয়েকটির মধ্যে পারস্পরিক মিল পাওয়া গেছে।
জানা গেছে, ক্রিটাসিয়াস যুগে বসবাসকারী এই ধরনের ডাইনোসরগুলো বিশাল আকৃতির জন্য বেশিদিন পৃথিবীর বুকে স্থায়ী হয়নি। তবে তাদের একটি প্রজাতি যে ভারতে বাস করতো তার প্রমাণ এই নিয়ে পাঁচবার মিলল। সেই সময়ে ডাইনোসররা আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকায় বসবাস করত। এদের একটি গোষ্ঠী সওরোপোড। তবে এদের হাড় ঠিকভাবে সংরক্ষিত হয়নি। সেকারণে এদের বৈশিষ্ট কেমন ছিল তা সম্পর্কে জানা বেশ কঠিন বলে মনে করেন বিশেষজ্ঞরা।