শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার জেলার কোর্ট পুলিশ থেকে অবসরে যাওয়া কনস্টেবল মো. জবরু মিয়াকে সুসজ্জিত গাড়িতে করে তার বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ আগষ্ট) বিকেলে কোর্ট পুলিশ তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানান,কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া অনুপ্রেরণায় ও নির্দেশনায় কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়ার সভাপতিত্বে ও এসআই মোঃ নবী হোসেন মিয়ার সঞ্চালনায় সদর কোর্টের কনস্টেবল জবরু মিয়ার এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কনস্টেবল জবরু মিয়া তার চাকুরী জীবনের স্মৃতিচারণ করে বলেন চাকুরী শেষে নূ্ন্যতম এই সম্মাননা পেয়ে প্রত্যাশা পুরণের সুযোগ প্রদানের জন্য সুযোগ্য পুলিশ সুপার মৌলভীবাজার মোহাম্মদ জাকারিয়া মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (নিঃ) দীপাংকর রায়,পুলিশ পরিদর্শক (নিঃ) বিলকিস আরাসহ সকল অফিসার ও সহকর্মীবৃন্দ।
বিদায়ী জবরু মিয়াকে কোর্টের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানানো হয়।
মৌলভীবাজার জেলা পুলিশের যেসব সদস্য অবসরে যান তাদের সসুজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হয়। কনস্টেবল জবরুকেও একইভাবে জেলা পুলিশের সুসজ্জিত গাড়ি দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, বিদায়বেলায় একজন পুলিশ সদস্যের হাসিমুখে বাড়ি যাওয়া তার জন্য বড় পাওয়া। বিদায়বেলা আমরা নিজামকে হাসিমুখে বাড়ি পৌঁছে দিতে পেরেছি।