সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় নতুন গরুর খামারি রহিম বখত মুসার কাছে বিদেশী জাতের ১০টি ফ্রিজিয়ান গরু বিক্রির নামে সাড়ে ১৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বগুড়ার দুপচাচিয়া উপজেলার আজমল হোসেনের ছেলে প্রতারক ইউসুব আলী। এ সংক্রান্ত একটি প্রতারণা মামলায় বুধবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তাকে কারাগারে পাঠিয়েছেন।
জানা গেছে, প্রতারক ইউসুব আলী নিজেকে বগুড়ার বড়বড় কয়েকটি ডেইরি ফার্মের মালিক পরিচয়ে বড়লেখার সুজানগর ইউনিয়নে নতুনভাবে ডেইরি ফার্ম শুরু করা রহিম বখত মুসার সাথে সুসম্পর্ক গড়ে তুলে। বড়লেখায় আরো ১/২ জন সৌখিন গাভী পালনকারীকে ভাল জাতের বাছুর দিয়ে সে বিশ্বাস জন্মায়। রহিম বখত মুসাকে ফ্রিজিয়ান জাতের ১০টি গরু দেওয়ার কথা বলে গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ব্যাংকের মাধ্যমে সে সাড়ে ১৪ লাখ টাকা হাতিয়ে নেয়। স্থানীয় বিচার সালিশ ও অনেক অনুনয়-বিনয়ের পরও সে টাকা কিংবা গাভিগুলো দেয়নি। অবশেষে রহিম বখত মুসা চলিত বছরের ১ ফেব্রæয়ারী বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইউসুব আলীর বিরুদ্ধে প্রতারণা মামলা করেন। এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি ইকরাম হোসেন জানান, সি.আর-২০/২২ নম্বর প্রতারণা মামলায় আসামী ইউসুব আলী বুধবার জামিন নিতে আদালতে হাজির হন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিকেলেই আদালত পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছেন।