শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে এক বখাটে যুবক আটক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কমলগঞ্জের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।
আটক নাজিম মিয়া কমলগঞ্জের উত্তর তিলকপুর গ্রামের তালেব মিয়ার ছেলে।
ছাত্রীর অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়ার সময় বখাটে যুবক নাজিম মিয়াকে (১৯) নানাভাবে উত্যক্ত করত। এছাড়াও তাকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসত। টিফিনের বিরতির সময় বিদ্যালয় ভবনের দোতলায় উঠে শ্রেণি কক্ষের সামনে ছাত্রীর হাতে ধরে টানা হেঁছড়া করে। এক পর্যায়ে তার শ্লীলতাহানির চেষ্টা করলে ছাত্রীর চিৎকারে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে আসলে বখাটে যুবক পালিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে ঘটনাটি নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে সন্ধ্যার পর পুলিশ উত্তর তিলকপুর গ্রাম থেকে অভিযুক্ত বখাটে যুবক নাজিমকে আটক করে পুলিশ। রাতে লাঞ্চিত ছাত্রীর পরিবারের সাথে নিয়ে আটক বখাটে যুবকের ওপর লিখিত অভিযোগ করে ছাত্রীর পরিবার। আটক বখাটে ছেলে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বখাটে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।