শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক :: ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী। এবার রাশমিকাকে ‘মোস্ট ওয়ান্টেড হিরোইন’ বললেন ‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাস।
রাশমিকা অভিনীত সিনেমা ‘সিতা রামাম’। এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান। শুক্রবার (৫ আগস্ট) মুক্তি পেয়েছে এটি। মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে এমন মন্তব্য করেন প্রভাস।
প্রভাস তার বক্তব্যে বলেন, কিছু সিনেমা রয়েছে যা হলে গিয়ে দেখতে হয়। ‘সিতা রামাম’ সিনেমার ট্রেইলার দেখেছি। রাশিয়া ও কাশ্মীরে সিনেমাটির শুটিং করেছেন পরিচালক। এটি এমন একটি সিনেমা যা হলে গিয়ে দেখতে হবে। এ সিনেমা নির্মাণের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করেছেন প্রযোজক। উদাহরস্বরূপ যদি বলি, বাড়িতে পূজার ঘর আছে, তাই বলে কি মন্দিরে যাওয়া বাদ দেব? আমাদের কাছে সিনেমা হলই মন্দির। হলে গিয়ে আমাদের ‘সিতা রামাম’ দেখা উচিত। আমাদের একজন রাশমিকা আছে, যে মোস্ট ওয়ান্টেড হিরোইন। এতে অনেক তারকা শিল্পী অভিনয় করেছেন; হলে গিয়ে আমাদের সিনেমাটি দেখা উচিত।’
পরিচালক হানু রাগবপুড়ি পরিচালিত ‘সিতা রামাম’ সিনেমায় আরও অভিনয় করেছেন—ম্রুনাল ঠাকুর, গৌতম বাসুদেব মেনন, ভূমিকা চাওলা, প্রকাশ রাজ, যীশু সেনগুপ্ত প্রমুখ।