সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :শুক্রবার ইসলামিক স্টেটের জঙ্গিদের হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে আটজন সাধারণ মানুষ নিহত হন। তারা শিয়া মুসলিম ছিলেন। এর একদিন পরই ফের বোমা হামলায় কেঁপে ওঠেছে কাবুল।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার আফগানিস্তানের একটি ব্যস্ত শপিংমলে বোমা হামলা হয়। এই হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন। কোনো গোষ্ঠী এখনো এটির দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেটই করেছে এটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিওতে দেখা যায় হামলাস্থলে ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স।
আফগানিস্তানের বর্তমান শাসক তালেবানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি তদন্ত করতে ও সাধারণ মানুষকে উদ্ধার করতে একটি দল ঘটনাস্থলে গেছেন।
এদিকে ইসলামিক স্টেট আফগানিস্তানে খুব বেশি সক্রিয় না থাকলেও গত কয়েকদিন ধরে শিয়া মুসলিমদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
পবিত্র আশুরার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এসব হামলার তীব্রতা বেড়েছে। আশুরার দিনটি বেশ ঘটা করে পালন করেন শিয়া মুসলিমরা।
সুন্নি তালেবান সরকার জানিয়েছে, শিয়া মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে তারা আরও কার্যকরী পদক্ষেপ নেবেন।
সাঈদ কাজুম হোজাত নামে কাবুলের একজন শিয়া নেতা জানিয়েছেন, আশুরা উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে তালেবান। কিন্তু এসব হুমকি মোকাবেলায় আরও কঠোরতা জরুরি।