শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় পরিবারের সাথে ছুটি কাটিয়ে দুবাই যাওয়া হল না প্রবাসী আব্দুল হাদীর (৪৮)। সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে যাওয়ার সময় মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে বিয়ানীবাজার-সিলেট সড়কের গোলাপগঞ্জের ফুলবাড়ি লরিফর নামক স্থানে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পশ্চিম পাকশাইল গ্রামের এমদাদুল হকের ছেলে। এ সড়ক দুর্ঘটনায় বড়লেখার বিছরাবন্দের আরেক বিদেশ যাত্রী শিব্বির আহমদসহ আরো তিন যাত্রী আহত হয়েছেন। এদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আব্দুল হাদি দীর্ঘদিন ধরে দুবাইতে ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন। ছুটি কাটিয়ে হাদি মঙ্গলবার (৯ আগস্ট) দুবাই যাওয়ার উদ্দেশ্যে বড়লেখা থেকে প্রাইভেটকার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওয়ানা দেন। সকাল সাড়ে ৬টার দিকে তাদের বহনকারী কারটি বিয়ানীবাজার-সিলেট সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর নামক স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কের সম্মুখে পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলের নিহত হন আব্দুল হাদি। আহত হন আরো আরো তিন যাত্রী। দুর্ঘটনার পরই ট্রাকের চালক পালিয়ে যান।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম দুর্ঘটনায় বড়লেখার এক ব্যক্তি নিহত হওয়ার সত্যতা স্বীকার করে জানান, এ সড়ক দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদেরকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।