শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব(সঞ্জয় কুমার ভৌমিক) সঞ্জয় কুমার ভৌমিক এবং অতিরিক্ত সচিব (পদূনি) মোঃ মিজানুর রহমান সহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শাহাদতবরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সহ সকল শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের সকলের রূহের মাগফিরাত কামনা করেন।