1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

ঈদ কেনাকাটায় উপচে পড়া ভিড়

  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ১৪২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: করোনা মহামারির ভয় উপেক্ষা করে শপিংমল, মার্কেটগুলোতে প্রতিনিয়তই ভিড় বাড়ছে। ক্রেতাদের ভিড়ে ব্যবসায়ীরা খুশি হলেও সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। মানুষের ভিড়ে দোকানের ভেতরে প্রবেশের উপায় নেই। ছোট-বড় সবাই মার্কেটে এসেছেন ঈদের কেনাকাটা করতে। শুক্রবার রাজধানীর বিভিন্ন মাকেটে এসব চিত্র দেখা গেছে।

তবে কয়েকজন ক্রেতার অভিযোগ, লোকজন বেশি থাকায় ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন। বেশিরভাগ দোকানেই ফিক্সড রেটে থ্রি পিস, শাড়ি ও ছোটদের জামাকাপড় বিক্রি করা হচ্ছে।

রুবেল নামের ক্রেতা বলেন, শুক্রবারে অফিস বন্ধ থাকায় ঈদের কেনাকাটা করতে এসেছি। কিন্তু মার্কেটে এসে দেখি অবস্থা ভয়াবহ। এতো মানুষ, সবাই কেনাকাটায় ব্যস্ত। মার্কেটে যখন আসছি তখন কেনাকাটা করতেই হবে। এখানে যেহেতু স্বাস্থ্যবিধি নেই, সেহেতু সাবধানেই কেনাকাটা করতে হবে। এখন পর্যন্ত দুটি থ্রি-পিস কিনেছি। অন্যান্য সময়ের তুলনায় দাম অনেক বেশি। দাম বেশি হলেও কিনতে হচ্ছে। সব দোকানে একই অবস্থা।

মিম ক্লথ স্টোরের ব্যবসায়ী মতিয়ার বলেন, অন্যান্য সময়ের চেয়ে আজকে অনেক ক্রেতা। বেচাকেনাও ভালো হচ্ছে।

শাহজাহান বস্ত্র বিতানের ব্যবসায়ী আবদুল মালেক বলেন, আজকেই একটু বেশি ক্রেতার ভিড়। এতদিন কোনো ক্রেতাই ছিল না। তবে ক্রেতাদের এত ভিড়ে স্বাস্থ্যবিধি মানার উপায় নেই। আমরা মাস্ক পরে থাকার চেষ্টা করছি। ঈদের আগ পর্যন্ত এ রকম ক্রেতা পেলে আমাদের গত মাসের লোকসান পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..