শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার: কুলাউড়ায় দশ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবুল মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বিকেলে সদর ইউনিয়নের প্রতাবী এলাকা থেকে স্থানীয়রা বাবুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ওই শিক্ষার্থী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণির ছাত্রী।গ্রেপ্তারকৃত বাবুলকে আজ সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন যাবৎ বাবুল মিয়া স্কুলে আসা যাওয়ার সময় ওই ছাত্রীকে উত্যক্ত করতেন। রোববার স্কুলে যাওয়ার সময় বাবুল ওই ছাত্রীকে আটকিয়ে জোর করে প্রতাবী এলাকার একটি মাজারের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণেরচেষ্টা করেন। বিষয়টি স্থানীয় লোকজন টের পেলে বাবুলকে আটকে রেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে বিকেলে ঘটনাস্থল থেকে বাবুলকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত বাবুলকে আজ সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।