শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: সিলেটের কালীঘাটস্থ ছড়ারপাড় থেকে পানির বোতলে রক্ষিত ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আকবরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আকবর কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধন বলিয়ারদি ইউনিয়নের দয়ারামপুর গ্রামের অলেক মিয়ার ছেলে। বর্তমানে সে ছড়ারপাড় এলাকার মজলাই মিয়ার কলোনীতে বসবস করে আসছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে। শনিবার (৮ মে) দুপুরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে শুক্রবার (৭ মে) রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আকবরকে গ্রেফতার করে।