1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কমলগঞ্জে এসএমসি সভাপতি নির্বাচনের অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৩০ বার পঠিত

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে এসএমসি নীতিমালা ও উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমতিপত্র ছাড়াই তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ১ম শ্রেণির এক কর্মকর্তাকে সভাপতি নির্বাচিত করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের নির্বাচিত একজন অভিভাবক সদস্য কমলগঞ্জ ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও এস.এম.সি সভাপতি প্রার্থী ব্রজগোপাল সিংহ বলেন, নির্বাচনের প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন এস.এম.সি সভাপতি পদে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেনকে নির্বাচিত করেন। যথাযথ উদ্বর্তন কর্মকর্তার অনুমতি ছাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এস.এম.সি. সভাপতি নির্বাচিত করেছেন। অথচ সভাপতি পদে নির্বাচনের ক্ষেত্রে কোন ১ম শ্রেণির সরকারি কর্মকর্তা প্রতিদ্বন্ধিতা করতে পারেন না। এসএসসি গঠনের নীতিমালা অনুসরণ না করেই এবং কোন অনুমতিপত্র না পেয়েও প্রিসাইডিং অফিসার প্রভাবিত হয়ে ডা. আহম্মদ হোসেনকে সভাপতি নির্বাচিত করেছেন। এবিষয়ে তিনি গত ১৬ আগষ্ট কমলগঞ্জ ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
অভিযোগ বিষয়ে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন বলেন, তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ১ম শ্রেণির সরকারি কর্মকর্তাকে সভাপতি নির্বাচিত করা যায় বলেই তিনি ফোন কেটে দেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভীন দীর্ঘ প্রায় পাঁচ বছর যাবত একই স্থানে বহাল রয়েছেন। ওই কর্মকর্তার অব্যবস্থাপনার কারণে বিভিন্ন বিদ্যালয় গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি গঠন সহ নানা বিতর্কের সৃষ্টি হচ্ছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..