শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন তার সাবেক প্রেমিকা সোমি আলি।
শুক্রবার (১৯ আগস্ট) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন সোমি। এতে সালমানকে ‘নারী নিগ্রহকারী’, ‘স্যাডিস্টিক সিক’ বলে উল্লেখ করেন।
ইনস্টাগ্রামে সালমান খান ও অভিনেত্রী ভাগ্যশ্রীর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার পোস্টার শেয়ার করে সোমি আলি লেখেন, ‘মেয়েদের গায়ে হাত তোলে। শুধু আমাকে নয়, আরো অনেকের সঙ্গেই এমন করেছে। দয়া করে তাকে পূজা করা বন্ধ করুন। একটা স্যাডিস্টিক সিক। আপনাদের কোনো ধারণাই নেই।’
‘আন্ত’ (১৯৯৪), ইয়ার গাদ্দার (১৯৯৪), ‘আও পেয়ার কারে’ (১৯৯৪), ‘চুপ’ (১৯৯৭) সিনেমায় অভিনয় করেছেন সোমি। সালমান খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। যদিও তা বেশিদিন টেকেনি। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সোমি বলেছিলেন, ‘সালমান আমাকে ঠকিয়েছে। আমি জানতে পেরে ওকে ছেড়ে দিয়েছি। খুব সহজ একটা কারণ।’
বলিউড ছেড়ে দীর্ঘদিন আড়ালে ছিলেন সোমি। বর্তমানে একজন সমাজকর্মী হিসেবে পরিচিত তিনি। নারী অধিকার নিয়ে কাজ করেন।