শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ গোলে দারুণ জয় পেয়েছে টটেনহ্যাম। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের শীর্ষেও উঠে এসেছে স্পার্সরা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন হ্যারি কেইন।
কেইনের এই গোলের পর প্রিমিয়ার লিগে টটেনহ্যামের হয়ে তার গোলের সংখ্যা দাঁড়াল ১৮৫-এ। যার ফলে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিলেন তিনি। এর আগে সর্বোচ্চ গোলের রেকর্ডটা ছিল সার্জিও আগুয়েরোর। ম্যানচেস্টার সিটির হয়ে ১৮৪ গোল নিয়ে ক্যারিয়ার শেষ করেছিলেন তিনি, যার শেষ দুটো এসেছিল আবার নিজের শেষ প্রিমিয়ার লিগ ম্যাচে। ১৮৩ গোল নিয়ে এই তালিকার তিনে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনি।
আজ শনিবার নিজেদের মাঠ টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে প্রথমার্ধে স্বাগতিকরা ছিল বেশ বিবর্ণ। সফরকারীরা যেখানে শুরুর ৪৫ মিনিটে টটেনহ্যাম গোলমুখে নিয়েছে ১২টা শট, সেখানে কেইনদের ছিল মাত্র একটা শট।
তবে বিরতির পরই সফরকারী উলভারহ্যাম্পটন দেখল অন্য এক টটেনহ্যামকে। গোল খুব বেশি হয়নি, ৬৪ মিনিটে হ্যারি কেইনের গোলটাই হলো সবেধন নীলমণি, তবে সেটাই টটেনহ্যামকে জয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।
দ্বিতীয়ার্ধে টটেনহ্যাম যে গোল একটার বেশি পায়নি, এর জন্য ভাগ্যেরও দায় আছে কিছুটা। কেইন আর সনের দুটো শট যে রুখে দিয়েছিল ক্রসবার! তবে দলটির অপেক্ষা শেষ করেন কেইন, ইভান পেরিসিচের নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে দলকে পাইয়ে দেন পরম আরাধ্য গোলের দেখা। সেই গোলটাই জিতিয়েছে অ্যান্তোনিও কন্তের দলকে, আর শেষ ১০ ম্যাচ ধরে প্রিমিয়ার লিগে জয়ের দেখা না পাওয়া উলভসদের অপেক্ষাটা বাড়ে আরও একটু।
কেইনের এই গোল ছিল প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে দলটির ১০০০তম গোল। তবে এর চেয়ে বোধ হয় দলটি লিগ টেবিলে নিজেদের অবস্থান নিয়েই তৃপ্তির ঢেঁকুর তুলবে বেশি। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে বর্তমানে যে দলটি আছে লিগের শীর্ষে!
তবে আর সবার চেয়ে অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে কন্তের দল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামবে আগামীকাল রোববার, আর তিনে থাকা আর্সেনাল আজ রাতেই মুখোমুখি হবে বোর্নমাউথের।