শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: বড়লেখা উপজেলার বর্ণি ইউপির ফকিরবাজারের ব্যবসায়ী ফয়েজ আহমদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদে ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটি প্রতিবাদ সভা করেছে।
ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আক্তার হোসেন রেদওয়ানের পরিচালনায় সভায় বক্তব্য দেন বাজার কমিটির উপদেষ্টা মুহাম্মদ কামাল উদ্দিন, আব্দুস শুকুর, আবদুল মুমিত, সহসভাপতি এনাম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, স¤পাদক জোবায়ের হোসেন, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের সদস্য গিয়াস উদ্দিন কালন, ইউপি সদস্য লোকমান উদ্দিন বায়েছ, নুনু মিয়া, সাবেক ইউপি সদস্য সুবোধ চন্দ্র দাস, কৌশিক চন্দ্র দাস, আব্দুস সামাদ, সমাজসেবক লুৎফুর রহমান, রুহেল আহমদ, আবুল কালাম লুলাই, জুনায়েদ আহমেদ শিমুল।
সভায় বক্তারা বলেন, ১৮ আগষ্ট রাতে ফকিরবাজার থেকে বাড়ি ফেরার পথে ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য ব্যবসায়ী ফয়েজ আহমদের ওপর দুস্কৃতিকারীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। বক্তারা হামলাকারীদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।