মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাট থেকে সরানো হলেও টেস্ট ও ওয়ানডের নাটাই আপাতত ডমিঙ্গোর হাতেই থাকছে।
পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেটে। আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলে আমূল বদল আনতে চায় বোর্ড।
এরই মধ্যে টেকনিক্যাল কনসালটেন্ট বা পরামর্শক হিসেবে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেয়া হয়েছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই আভাস দিয়ে রেখেছিলেন, ফরম্যাট ভেদে আলাদা কোচ নিয়োগের কথা ভাবছে বিসিবি। সে ক্ষেত্রে টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে শুধু ওয়ানডে ও টেস্টে রাখা হতে পারে। অবশেষে হলোও তাই।