শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রী কলেজে আমেররিকা প্রবাসী মিশিগান স্টেইট আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সায়েম উদ্দিন চৌধুরীর অর্থায়নে দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।
২২ আগষ্ট রবিবার সকাল ১১:০০ ঘটিকায় কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রী কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংঘঠন পুওর ফাউন্ডেশনের আয়োজনে কলেজ মিলনায়তনে কলেজের প্রদর্শক সমরেশ দাসের পরিচালনায় ও অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্তে¡ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমান খোন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ, কলেজের সহকারী অধ্যাপক নাজমুল হোসেন, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম পংকি। স্বাগত বক্তব্য রাখেন পুওর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহার, নাজমা বানু, প্রভাষক গায়েত্রী চক্রবর্তী, আব্দুল মালিক, আক্তার হোসেন সহ সকল শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
দুপুর ২ ঘটিকায় দ্বিতীয় ধাপে পূর্ব আমানিপুর জামে মসজিদ ও আমানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক প্রাণ কিশোর ভট্রাচার্য, সহকারী শিক্ষক গিরিধারী সদয় দেব, সুচিত্রা রাণী দাস, লিপিকা রাণী বৈদ্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক এস. এম লুৎফুর রহমান।
উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে ফলজ, বনজ, ঔষধী ও বিভিন্ন রকমের চারা বিতরণ করা হয়।