শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: সরকারি নতুন নিয়মে একই সময় স্কুল আর অফিস হওয়াতে বিপাকে পড়েছেন অভিভাবকরা। আবার মা-বাবা দুজনেই কর্মজীবী হলে বিপদ আরও বেড়ে যায়। সময় মেলাতে অনেকেই সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন গৃহকর্মী বা গাড়িচালক দিয়ে। তবে কিছু দিনের মধ্যে নতুন নিয়মে সবাই মানিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন কেউ কেউ।
অভিভাবকরা বলছেন, অফিস স্কুল একই সময় হওয়াতে আমরা খুবই সমস্যায় পড়েছি। তবে সরকারি নিয়ম তো মেনে নিতেই হবে। এতে দেশে বিদ্যুতের ঘাটতি পূরণ হলে আমাদের জন্যই ভালো।
এদিকে কর্মজীবীদের সঙ্গে ব্যস্ততা বেড়েছে গৃহিনীদেরও। অল্প সময়ে স্বামী ও সন্তানকে প্রস্তুত করতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা। তারা বলছেন, একটু সমস্যার মধ্যেই যেতে হচ্ছে। কিছুই করার নাই। তবে এই সমস্যা দ্রুত সমাধান হলে আমাদের জন্য ভালো হবে। আমাদের পরিবারের জন্য ভালো হবে।
অভিভাবকদের সমস্যার পাশাপাশি এদিকে একই সময়ে স্কুল আর অফিস হওয়ায় পুরো রাজধানীবাসীর জীবন এখন যানজটে বন্দী।