রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : বাংলা গানের যুবরাজ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গানের মিউজিক ভিডিও এর মডেল হলেন অভিনেত্রী মানতাসা মিম। আসিফ আকবরের সাথে গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী নাদিরা মুক্তা। গানটি লিখেছেন রকিবুল হাসান।
গানটির সুর করেছেন জীবন ওয়াসিফ। সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। গানটিতে মিমের সাথে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল সুপ্ত। গানটির ভিডিও পরিচালনা করেছেন জি স্বাধীন। ডিওপি তে ছিলেন আর আই লিপসন। গানটি জি ফিল্মস এর ব্যানারে প্রকাশিত হবে। ভিডিও এডিট করেছেন সজিবুজ্জামান দিপু, কালার করেছেন আশিকুজ্জামান অপু। চীফ এডি জি হিরন।
উল্লেখ্য মানতাসা মিম অনেক নাটক, মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন, অনেক ফ্যাশন হাউজের শুট করেছেন। এই করোনা মহামারিতেও স্বাস্থবিধি মেনে অনেক কাজ করে যাচ্ছেন। অভিনয়ে খুব ব্যস্ত সময় অতিবাহিত করছেন।