শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে (আইপিএল) ভারত ফেরত মোস্তাফিজুর রহমান স্ত্রীসহ করোনা নেগেটিভ হয়েছেন।
আজ রবিবার করোনা পরীক্ষার ফল হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন।
তিনি বলেন, গতকাল স্ত্রীসহ মোস্তাফিজের নমুনা নেওয়া হয়েছিল। আজ তাদের ফল নেগেটিভ এসেছে।
তিনি আরও জানিয়েছেন, আজ মোস্তাফিজের দ্বিতীয় দফায় নমুনা নেওয়া হয়েছে। এটির ফল আগামীকাল পাওয়া যাবে।
গত ৬ মে সাকিব আল হাসানসহ একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় আসেন মোস্তাফিজ। বিমানবন্দর থেকেই তারা সরাসরি চলে যান কোয়ারেন্টিনে। মোস্তাফিজ আছেন সোনারগাঁওতে অন্যদিকে সাকিব আছেন গুলশানের ফোর পয়েন্টস সিজন হোটেলে।
উল্লেখ্য, প্রথম দফায় সাকিবেরও করোনা নেগেটিভ এসেছে।