শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্ট :: করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে সরকার ঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া মৌলভীবাজারের দূরপাল্লার পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।
রোববার (৯ মে) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডের বাসস্ট্যান্ডে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম ও উপজেলা প্রকল্প কর্মকর্তা।
লকডাউনে দীর্ঘদিন থেকে বন্ধ গণপরিবহন। ফলে কর্মহীন হয়ে পড়েছেন অধিকাংশ পরিবহন শ্রমিক। সর্বশেষ, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, চলাচল শুরু করেছে বাস, তবে শুধু জেলার ভিতরেই। তাই এই বিধিনিষেধে কোনও পরিবর্তন আসেনি দূরপাল্লার পরিবহন শ্রমিকদের।
এমন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ ও করোনাকালীন উপহার তাদের মধ্যে বিতরণ করেছে মৌলভীবাজার সদর উপজেলা।