বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের রাজনগরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে রেড ক্রিসেন্ট।
রোববার (৯ মে) উপজেলা পরিষদ হল রুমে ১০০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সাড়ে ৭ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি লবণ ও আধা কেজি সুজি।
খাদ্য সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বকস, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ প্রমুখ।