শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:১৬ অপরাহ্ন
মশাহিদ আহমদ: বিশ্বে বসবাসরত বাংলাদেশী ও বাংলাদেশে অবস্থান সকল মানব সেবক ও সেবিকাদের সংগঠন “ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন” বালাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টামন্ডলীর কমিটি গঠন করা হয়েছে। আজ ৯ মে “ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন” কেন্দ্রীয় কমিঠির সভাপতি লন্ডন প্রবাসী সায়াদ মিয়া কাজল ও সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী জেসমিন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টামন্ডলীর প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচিত হয়েছেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামীলীগ এর সদস্য আনহার মিয়া, সিনিয়র উপদেষ্টা হিসাবে নির্বাচিত হয়েছেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যুগ্নসাধারণ সম্পাদক ও বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি জুনেদ মিয়া, উপদেষ্টা হিসাবে নির্বাচিত হয়েছেন, কাশিমপুর লতিফিয়া ইবতেদায়ী মাদ্রাসা, রাজনগর সভাপতি ফজলু মিয়া ও মৌলভীবাজার জজ কোর্ট এর শিক্ষানবিশ আইনজীবি আরব আলী। ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিঠির উপদেষ্টা ফ্রান্স প্রবাসী সেলিম ওয়াদা শিলু, জাসেদুল ইসলাম, কানাডা প্রবাসী শরিফ উল্যাহএবং কার্যনির্বাহী কমিঠির সকলের মতামতের ভিত্তিতে এ কমিঠি গঠন করা হয়। নব-নির্বাচিত কমিঠিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, “ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন” কেন্দ্রীয় কমিঠির সভাপতি লন্ডন প্রবাসী সায়াদ মিয়া কাজল, প্রবাসী জাসেদুল ইসলাম, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক মশাহিদ আহমদ, সাধারণ সম্পাদক নিলু রহমানসহ সংগঠনের নেতিৃবৃন্দ।