শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক :: দর্শকনন্দিত অভিনেতা আব্দুন নূর সজল। দর্শকদের ব্যতিক্রমধর্মী কাজ উপহার দিয়ে যাচ্ছেন নিয়মিত। তারই ধারাবাহিকতায় এবার ‘আর আর এম এম স্টিল’ এর বিজ্ঞাপণে তাকে দেখা যাচ্ছে সে একজন চাকুরীজীবী’র চরিত্রে। সজলের মায়ের চরিত্রে দেখা গেছে অভিনয়শিল্পী শিল্পী সরকার অপুকে। পরিবারে সকলের প্রতি ভালবাসার সেতুবন্ধন, বিশেষ করে মা ও ছেলের নিঃশ্বাস ভালোবাসার গভীর বহিঃপ্রকাশ ফুটে উঠেছে এ বিজ্ঞাপনে৷ শেষ দৃশ্যে করুণ চিত্র ফুটে উঠেছে।
সজল জানান, মূলত মাকে ভালোবাসার জন্য প্রতিটি দিনই মা দিবস। আলাদা কোন দিনের প্রয়োজন হয় না। কাজটি করে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া দর্শকদেরও অবশ্যই ভালো লাগবে। কারণ মাকে সবাই ভালোবাসে৷ উল্লেখ্য, সজল সম্প্রতি “ব্যাচ ২০০৩” চলচ্চিত্রে সাইকো সুমন চরিত্রটি করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। এছাড়া এ চলচ্চিত্রে “ধ্বংস আগুন ” নামের একটি গানে প্লেব্যাক করে প্রথম প্লেব্যাকেই বাজিমাত করেছেন।