শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় দেশীয় তৈরী ৮২ লিটার চোলাই মদসহ শিমুল মালাকার প্রকাশ সুব্রুত মালাকার (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ সেপ্টেম্বর) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মো. শাহ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানার শরীফপুর ইউনিয়নের অন্তর্গত তিলকপুর চা বাগানের প্রবেশ মুখে ডান্ডা গেইট নামক স্থানের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাঁর কাছ থেকে ৮২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শিমুল মালাকার প্রকাশ সুব্রুত মালাকার কুলাউড়া থানার চাঁনগাঁও গ্রামের মৃত সুধীর মালাকার প্রকাশ রাখাল মালাকারের ছেলে।
কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে- শিমুল মালাকার প্রকাশ সুব্রুত মালাকার দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে এলাকায়। তাঁর বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-১৮ মাদক দ্রব্য নিয়ন্ত্রন দমন আইন ধারা ২০১৮ সালের ৩৬ (১) টেবিল ২৪ (গ) বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। সোমবার (৫ সেপ্টেম্বর) শিমুল মালাকার প্রকাশ সুব্রুত মালাকারের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।