রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
মশাহিদ আহমদ :: রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের সাবাজপুর এলাকার হাওর কাউয়া দিঘী ধোলাই বিলের পাশে পূর্ব শক্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে প্রতিপক্ষের লোকজনদের মহিলাসহ রক্তাক্ত জখমী করার অভিযোগ উঠেছে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে রাজনগর থানা পুলিশ। এবং গুরুতর আহত সুন্দর মিয়া (৪৫), আরিফ উল¬্যা (৬১), রায়না বেগম (৩৫) ও আলম মিয়া (৩০) মুমুর্ষ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মুনিয়ারপাড় গ্রামের সোহেল মিয়া (৩৫), রুবেল মিয়া (৩০), রুমান মিয়া (২৮), গেদাই মিয়া (৩৫), শাহিন মিয়া (২৬), হাকিম মিয়া (২৪), মাছুম মিয়া (২৩), আব্দুল সাহিদ চৌধুরী (৪৫)গং অজ্ঞাত নামা ১০/১২জনকে আসামী করে রাজনগর থানায় (মামলা নং- ০৮, তারিখ ঃ ০৯/০৫/২১ ) দায়ের করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে- গত ৭ মে সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল সাহিদ চৌধুরীর হুকুমে পূর্ব পরিকল্পিতভাবে তাদের হাতে থাকা রামদা, লোহার রড, ছুলফি, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র হাতে নিয়ে ধানী জমিতে জোরপূর্বক ধান কাটতে শুরু করেন। এ সময় তাদেকে ধান কাটতে আপত্তি করিলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীদের হামলায় সুন্দর মিয়াগংদের সমস্ত মাথা, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুলসহ শরীরের বিভিন্ন অংশ দ্বি-খন্ডিত হয়ে যায়। এ সময় হালা চিৎকার শুনে প্রতিবেশী লোকজন তাকে গুরুতর রক্তাক্ত জখমী অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থা উন্নতি না হলে আহত ৪জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।