1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

এশিয়া কাপ: চ্যাম্পিয়ন-রানার্সআপ কে কত টাকা পেল

  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: ১৬ দিনের জমজমাট লড়াই শেষে পর্দা নামল এশিয়া কাপের। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে ষষ্ঠবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট শ্রীলঙ্কার।

ফাইনালের মধ্য দিয়ে শুধু চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হয়নি, টুর্নামেন্ট সেরাসহ মীমাংসা হয়েছে আরও কিছু খেতাবের। প্রত্যেকে আবার পেয়েছেন মোটা অঙ্কের টাকাও। চলুন জেনে নেয়া যাক কার কেমন অর্থপ্রাপ্তি ঘটেছে।

ক্রিকেটের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপ। বিশ্বকাপের পরই ক্রিকেটের সবচেয়ে বড় আসর বলা চলে এশিয়া কাপকেই। মর্যাদার এই লড়াইয়ে শিরোপার পাশাপাশি আর্থিক লাভের দিকটাও কম গুরুত্বপূর্ণ নয়।

এশিয়া কাপের প্রাইজমানি এবার বেড়েছে তিনগুণেরও বেশি। ২০১৮ সালে অনুষ্ঠিত ওয়ানডে সংস্করণের আসরে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ভারত প্রাইজমানি হিসেবে পেয়েছিল ৬০ হাজার মার্কিন ডলার। আর রানার্সআপ বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল ৩০ হাজার মার্কিন ডলার।

এবার চ্যাম্পিয়ন হয়ে শ্রীলঙ্কা পেয়েছে ১ লাখ ৫০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া রানার্সআপ পাকিস্তান পেয়েছে ৭৫ হাজার ডলার বা প্রায় ৭৫ লাখ টাকা।

পাশাপাশি ৬৬ রান ও ৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কানদের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা হাসারাঙ্গা জিতেছেন টুর্নামেন্টসেরার পুরস্কারও। পেয়েছেন ১৫ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় প্রায় ১৫ লাখ টাকা।

এছাড়া ফাইনালে দলের বিপর্যয়ে হাল ধরে ৪৫ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলা ভানুকা রাজাপাকসে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। অর্থপ্রাপ্তিও হয়েছে বেশ। পেয়েছেন ৫ হাজার ডলার বা প্রায় ৫ লাখ টাকা।

অন্যদিকে, ভাগ্যবানই বলতে হবে আসেন বান্দারাকে। এশিয়া কাপে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েও ফাইনালে সাব হিসেবে নেমে দারুণ ক্যাচ লুফে নিয়ে জিতে নিয়েছেন ৩ হাজার ডলার বা প্রায় ৩ লাখ টাকা।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..