1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

অভিজ্ঞ ও তরুণদের মিশেলে নামিবিয়ার শক্তিশালী বিশ্বকাপ দল

  • আপডেট টাইম : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি ৩০ দিন। ইতোমধ্যে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, নেদারল্যান্ডস তাদের স্কোয়াড ঘোষণা করেছে। আজ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। আগামীকালের মধ্যেই বাকি দলগুলোকে তাদের স্কোয়াড ঘোষণা করতে হবে।

গতকাল (মঙ্গলবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নামিবিয়া। অভিজ্ঞদের সঙ্গে নামিবিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। দলকে নেতৃত্ব দেবেন জেরহার্ড এরাসমাস। সহ অধিনায়ক হিসেবে রাখা হয়েছে জেজে স্মিতকে।

দুবাইয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা অধিনায়ক এরাসমাস, জেজে স্মিত, স্টিফেন বার্ড, জেন ফ্র্যাইলিঙ্ক, নিকোল লোফটি ইটন, রুবেন ট্রাম্পেলম্যান এবং ডেভিড ভিসার মতো ক্রিকেটাররাও রয়েছেন অস্ট্রেলিয়াতে হতে যাওয়া বিশ্বকাপ দলে।

প্রথমবার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটার লোহান লউরেন্স, ব্যাটার ডিভান লা কুক এবং পেসার টাঙ্গেনি লুঙ্গামেনি। এই তিনজন প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবেন।

টুর্নামেন্টের রাউন্ড ওয়ান পর্বের গ্রুপ এ-তে নামিবিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরাত। নামিবিয়া ১৬ অক্টোবর জিলংয়ের কার্দিনিয়া পার্কে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। একই ভেন্যুতে ১৮ অক্টোবর নেদারল্যান্ডস এবং ২০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে তারা। শীর্ষ দু’দল খেলার সুযোগ পাবে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে।

নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড
জেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেজে স্মিত, ডিভান লা কক, স্টিফেন বার্ড, নিকোল লোফটি ইটন, জ্যান ফ্রাইলিঙ্ক, ডেভিড ভিসা, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন, বার্নার্ড স্কোল্টজ, টাঙ্গেনি লুঙ্গামেনি, মাইকেল ভ্যান লিংজেন, বেন শিকঙ্গো, কার্ল বার্কেনস্টক, লোহান লউরেন্স ও হেলাও ইয়া ফ্রান্স।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..