1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করতে ৩০ কোটি ডলার খরচ করেছে রাশিয়া : অভিযোগ যুক্তরাষ্ট্রের

  • আপডেট টাইম : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তারা অভিযোগ করেছে, রাশিয়া ২০১৪ সালের পর থেকে গোপনে ২৪টির বেশি দেশের রাজনীতিবিদদের প্রভাবিত করতে ৩০ কোটি ডলারের বেশি খরচ করেছে। খবর বিবিসির।

মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, আমরা মনে করি, রাশিয়া ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করতে। প্রকাশিত তথ্যে সেসব প্রচেষ্টার সামান্যই সামনে এসেছে।

যুক্তরাষ্ট্রের এমন অভিযোগে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। তবে মস্কো বারবারই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে হস্তক্ষেপ করার অভিযোগ এনেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বৈরিতা নতুন নয়। সম্প্রতি ইউক্রেন যুদ্ধকে ঘিরে আরও তিক্ত হয়েছে দুই দেশের সম্পর্ক। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র, প্রযুক্তি, অর্থসহ নানাভাবে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই দেশের নানা বিষয়ের ওপর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞাও দিয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..