রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৫০ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার সুজানগর ও তালিমপুর ইউনিয়নের বন্যা দুর্গত অসচ্ছল পরিবারের
পুনর্বাসনে সেভ দি চিল্ড্রেন এর সহযোগিতায় ও ডানিডা এর অর্থায়নে হাতে নেয়া প্রকল্প বাস্তবায়নের লক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়। সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এই সভার আয়োজন করে।
সভায় বন্যার্তদের মানবিক সহায়তা কর্মসূচি সম্পর্কে প্রকল্পের ষ্টেকহোল্ডারদের ধারণা প্রদান করেন প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুর রহিম ও এফএফ মো. আব্দুল কাদির।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও সিএনআরএসের প্রকল্প সমন্বয়কারী (সুনামগঞ্জ ও মৌলভীবাজার) মো. আছাদুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় মানবিক সহায়তা কর্মসূচির প্রকৃত উপকারভোগী সুষ্ঠুভাবে বাছাই ও সহায়তা বিতরণের ওপর পরামর্শ প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা মাধ্যমিক
শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার মোক্তার আলী। প্রকল্প সম্পর্কে বক্তব্য দেন সিএনআরএসের সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোবারক হোসেন চৌধুরী, ইউনিয়ন সমন্বয়কারী তালেব উদ্দিন।