শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের দল ঘোষণার আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ফলে বিশ্বকাপ দলেও নেই তিনি। তবে নিজের ফিটনেস ঠিক রাখতে মিরপুরে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন মুশফিক। সেখানেও দুঃসংবাদ পেলেন এ উইকেটরক্ষ ও ব্যাটার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিমনেসিয়ামে আজ সকালে ফিটনেসের কাজ করতে গিয়ে চোটে পড়েছেন মুশফিকুর রহিম। এতে বাম হাঁটুর নিচে সেলাই লেগেছে ছয়টি। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, মুশফিককে ১৪ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে।
আগামী মাসে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। যেখানে খেলবেন মুশফিক। জাতীয় লিগের প্রস্তুতি শুরু করতেই মাঠে এসেছিলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে আগামী আড়াই মাসে বলার মতো ব্যস্ততা নেই মুশফিকের।
ডিসেম্বরের আগে টি-টোয়েন্টি ফরম্যাটের বাইরে আন্তর্জাতিক সিরিজ নেই বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি ছেড়ে দেয়া মুশফিককে তাই ঘরোয়া ক্রিকেটেই মনোযোগী হতে হবে।